WBJEE Result 2022: আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল পাশের হার ৯৮.৫ শতাংশ
Table of Contents
উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের সাত দিনের মাথায় প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল, এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৩০ এপ্রিল। বোর্ডের চেয়ারম্যান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে ১৭ জুন শুক্রবারে, দুপুর আড়াইটেয় সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষনা করা হবে। একই দিনে বিকেল ৪টে থেকে মেধা তালিকাও প্রকাশ করা হবে নির্দিষ্ট ওয়েবসাইটে।
এবছরে পরীক্ষার্থীদের সংখ্যা গতবারের তুলনায় ২০ শতাংশ বেশি। পাশের হার ৯৮.৫ শতাংশ। সার্বিকভাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারা ভালো ফলাফল করলেও প্রথম দশে মধ্য মাত্র দু’জন ভাল ফলাফল করেছে। মোট পরীক্ষার্থী সংখ্যা ৮১,৩৯৩ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০, ১৩২ জন এর মধ্যে রাজ্যের পড়ুয়া ৬২,৯২৭ জন।

WBJEE 2022 Results এর দিন ঘোষনা:
এবছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল এবং উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের সাত দিনের মাথায় প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আসলে CSE এবং CBSE এর রেজাল্টের কথা মাথায় রেখেই জয়েন্টের ফলপ্রকাশে একটু দেরি হচ্ছিল। অবশেষে রবিবার জয়েন্ট বোর্ডের তরফ থেকে ফলাফলের দিন ঘোষণা করা হল। বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী, ১৭ জুন শুক্রবার ২০২২-এ রাজ্য জয়েন্টের ফল ঘোষণা হবে। (WBJEE 2022 Results)।
WBJEE 2022 Result: WBJEE Result 2022 Check Link :
Link 1 wbjeeb.nic.in
Link 2 wbjeeb.in
Link 3 www.wbjeeb.nic.in
WBJEE Result 2022 Check | রেজাল্ট দেখবার পদ্ধতি :
আপাতত কিছু নির্দিষ্ট ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবে সমস্ত শিক্ষার্থী। প্রথমে wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in এর গিয়ে হোমপেজে “WBJEEB“-এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে, এর পর “Download rank Card for WBJEE 2022(NEW)” উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে নতুন পেজ খুলে যাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে Sing In করতে হবে। তাতেই WBJEE-র ফল ভেসে উঠবে স্ক্রিনে। প্রয়োজন রেজাল্ট ডাউনলোড করে নেওয়া যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রিন্ট আউট করে নেওটা বুদ্ধিমানের কাজ হবে। নিচে স্ক্রিনশর্ট (Screenshort) দেওয়া হল। wbjee result 2022 check online

পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ জানিয়েছেন, অনলাইনে রেজাল্ট বার করার সময় কিছু বিষয়ে নজর দিতে হবে পড়ুয়াদের।
[আরও পড়ুন: WBJEE Result 2022: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম দশে CBSE-র দাপট থাকলে বাকি ৪১ হাজার ৮৩৯ জনই WBCHSE-র পড়ুয়া]
1 নিজের নামের বানান ঠিক আছে কিনা, দেখে নিতে হবে।
2 রেল নম্বর ঠিক মত লিখতে হবে, প্রায়োজানে দেখে নিতে হবে পড়ুয়াদের।
3 পরীক্ষার্থীর লিঙ্গের সঠিক উল্লেখ রয়েছে কিনা, তা দেখে নিতে হবে।
4 পরীক্ষার্থী কোন ক্যাটেগরিতে পড়ছেন।
5 পরীক্ষার্থীর জন্মে তারিখ এবং সাল দেখে নিতে হবে।
6 পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে প্রাপ্ত নম্বর।
7 মোট প্রাপ্ত নম্বর।
8 WBJEE 2022-তে কোন কত নম্বর স্থানে রয়েছে নাম।
[আরও পড়ুন: 2022 এর Higher Secondary Topper List প্রকাশিত হল, ১০ জনের মধ্য কোন জেলা কত স্থানে, কেবা প্রথম স্থান অধিকার করল]
West Bengal Joint Entrance Examination Details 2022
Department Name | West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) |
---|---|
Entrance Exam | West Bengal Joint Entrance Examination |
Course Offered | Engineering, Technology, Architecture And Pharmacy Course |
WBJEE Entrance Exam Date | 30th April 2022 |
WBJEE Result Announcing Date | 17th June 2022 (At 4 PM) |
Result Mode | Online |
Article Category | Result |
Official Website | wbjeeb.nic.in |